এক সপ্তাহে বেড়েছে ৭ নিত্যপণ্যের দাম
স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস প্রকোপের মধ্যে গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় সাতটি পণ্যের দাম বেড়েছে বলে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশে’র (টিসিবি) প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন ও শুকনো মরিচ। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার থেকে তথ্য সংগ্রহ করে ১৭ এপ্রিল এসব পণ্যের দাম বাড়ার প্রতিবেদন তৈরি করেছে সরকারি এই প্রতিষ্ঠানটি।
টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সব থেকে বেশি দাম বেড়েছে আদার। এই পণ্যটির দাম এক সপ্তাহে ১০৪ শতাংশ বেড়েছে। শতকরা হিসেবে সব থেকে কম দাম বেড়েছে সয়াবিন তেলের। এই পণ্যটির দাম বেড়েছে এক শতাংশ।
রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।
টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে নাজির ও মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৮ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫৫ থেকে ৬৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এই দুই ধরনের চালের দাম বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। চিকন চালের পাশাপাশি দাম বেড়েছে মাঝারি মানের চালের। টিসিবির হিসেবে মাঝারি মানের চাল পাইজাম ও লতার দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ। বর্তমানে পাইজাম ও লতা চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৮ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৫০ থেকে ৫৫ টাকা।
টিসিবির তথ্যে, গত এক সপ্তাহে দেশি রসুনের দাম বেড়েছে ১৫ শতাংশ। এক সপ্তাহ আগে ৮০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি রসুনের দাম বেড়ে হয়েছে ১০০ থেকে ১৩০ টাকা।
গত এক সপ্তাহে দেশি ও আমদানি উভয় ধরনের পেঁয়াজের দাম বেড়ছে বলে জানিয়েছে টিসিবি। তবে দেশি পেঁয়াজের থেকে আমদানি পেঁয়াজের দাম বৃদ্ধির হার বেশি। ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম ১৫ দশমিক ৭৯ শতাংশ বেড়ে হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। আর আমদানি পেঁয়াজের দাম ৩১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৩৫-৪৫ থেকে হয়েছে ৫০-৫৫ টাকা।
গত এক সপ্তাহে টিসিবির হিসেবে সব থেকে বেশি বেড়েছে দেশি আদার দাম। এক সপ্তাহে পণ্যটির দাম বেড়েছে ১০৩ দশমিক ৭০ শতাংশ। ১২০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি আদার দাম বেড়ে হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। দেশি আদার সঙ্গে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে আমদানি করা আদার। এক সপ্তাহে আমদানি করা আদার দাম বেড়েছে ৯৬ দশমিক ৯৭ শতাংশ। ১৫০ থেকে ১৮০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা আদা এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা।
গত এক সপ্তাহে ছোট দানার মসুর ডালের দাম ৬ দশমিক ২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে টিসিবি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে ১১০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হওয়া ছোট দানার মসুর ডালের দাম বেড়ে হয়েছে ১২৫ থেকে ১৩০ টাকা।
টিসিবি বলছে, দেশি শুকনো মরিচের দাম এক সপ্তাহে বেড়েছে ১৮ দশমিক ৪২ শতাংশ। ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হওয়া শুকনো মরিচের দাম বেড়ে হয়েছে ২০০ থেকে ২৫০ টাকা। আর আমদানি করা শুকনো মরিচের দাম বেড়েছে ২০ শতাংশ। এক সপ্তাহ আগে ২০০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা শুকনো মরিচের দাম বেড়ে হয়েছে ২৫০ থেকে ৩৫০ টাকা। আর পাঁচ লিটার বোতলের সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ৪৯০ থেকে ৫২০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৪৮০ থেকে ৫২০ টাকা।
চিত্রদেশ//এস//