প্রধান সংবাদবই পরিচিতিবইমেলা

একুশে বইমেলায় কানিজ কাদীরের ‘অনুধাবন’

লাবণ্য হক:

এবারের ২০২৪ এর অমর একুশে বইমেলায় আসছে লেখক কানিজ কাদীরের আত্ম উপলব্ধিমূলক লেখা ‘অনুধাবন’। এটি লেখক রচিত ৫ম বই। বইটি প্রকাশ করেছেন ইত্যাদি গ্রন্থ প্রকাশ, প্যাভিলিয়ন-১১ ।

লেখিকা ‘অনুধাবন’ বইটিতে তার আত্ম উপলব্ধিমূলক জীবনের গভীরতম কিছু অনুধাবনের কথা সাবলীলভাবে লিখেছেন। লেখিকার প্রতিটি লেখায় মনের গভীরে আত্মসচেতন মানুষের ভাবনাগুলোই তিনি বলে গেছেন অবিরাম।

মানুষ অভিজ্ঞতা দিয়েই অনুধাবন করতে পারে ভালো মন্দ দিকগুলো। জীবনকে সুন্দর করতে যার অনুধাবন যত বেশি সেই বেশি সচেতন জীবন সম্পর্কে। জীবন চলতি পথে পরিবার, সমাজ ও দেশের নানা মানুষের সাথেও মিশতে হয়।তাই জীবনের প্রতিটা পদক্ষেপে অনুধাবন করতে হবে, সচেতন থাকতে হবে আমাদের ব্যবহার, আচরণ, চরিত্র ও ব্যক্তিত্ব সম্বন্ধে। যখন নিজেদের সম্বন্ধে মানুষ সচেতন হবে। তখনই জীবনেও তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবে আর জীবন হবে সুন্দর। আর এই অনুধাবন যার যত আগে হবে ততই তার জন্য মঙ্গল। এ পৃথিবী অনেক সুন্দর। পৃথিবীর স্বাদ অন্তর দিয়ে অনুধাবন করার কথাই হলো বইটির মূল উপজীব্য বিষয়।

লেখক কনিজ কাদীর পেশায় একজন চিকিৎসক। জন্ম টাঙ্গাইল জেলায়। শিক্ষিত ও সাহিত্যিক পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই চিত্রাংকন, গান, গল্প ও কবিতার প্রতি ছিল তাঁর প্রচন্ড ভালোলাগা। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি সব সময় লেখালেখি র চর্চা করেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রপত্রিকায় নিয়মিত তিনি লিখে চলেছেন।

এছাড়াও লেখকের প্রকাশিত ৪টি বই -‘স্নিগ্ধ ভালোবাসা চাই’ (কবিতা)  ‘টুকরো কথা’ ‘শব্দটি ভাষা পেল’ (কবিতা)  এবং সম্পাদিত ‘মায়ের চিঠি’ পাওয়া যাবে ইত্যাদি গ্রন্থ প্রকাশ,শিরীন পাবলিকেশন্স ও পারিজাত প্রকাশনীতে।

//এস//

Related Articles

Back to top button