একুশের বইমেলায় মেহেবুব হকের কাব্যগ্রন্থ ‘মহামানব’
স্টাফ রিপোর্টার:
একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মেহেবুব হকের কাব্যগ্রন্থ ‘মহামানব’ কবি বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
বইটি প্রকাশ করেছেন পারিজাত প্রকাশনী।
এর আগে কবি মোঃ মেহেবুব হকের আরও ৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।এগুলো হলো- ‘ভালোবাসার নীলপদ্ম’ ‘নিরন্তর তুমি’ ‘মানবতার দর্পণ’ ‘নীল প্রজাপতি’ ‘নাতে রাসুল(সা:)’। অনিন্দ্য প্রকাশ ও পারিজাত প্রকাশনী থেকে কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে।
মানবতার মরমী কবি মোঃমেহেবুব হক নিজকে আধ্যাত্নিকতার চাদরে মুড়িয়ে লিখে চলেছেন মানুষের কথা। মানবতার কথা। মহামানব হয়ে ওঠার প্রয়াসে মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া অনুভূতিগুলোকে আপন মনের মাধুরি মিশিয়ে উপস্থাপন করেছেন তার প্রতিটি কবিতায়। সথ্য পথের সত্য দর্শনকে তিনি নিখুতঁভাবে ফুটিয়ে তুলেছেন তার কথামালায়। তিনি বুঝিয়েছেন পার্থিব জগতেরই সন্ধ্যানে মানুষ ছুটে চলেছে। চিরায়ত সত্যের টানে। কবি মেহেবুব হক তার প্রতিটি কবিতায় শুনিয়েছেন আল্লাহর অন্তর বানী দেখিয়েছেন দিশা মুক্তির। আসমান ও জমিনের অসীম দূরত্ব ডিঙ্গিয়ে কীভাবে একাকার হয়ে যায় স্রষ্টা ও সৃষ্টির মধুময় ক্ষণগুলো তারঁ প্রতিটি মুহূর্তের অনুভূতিগুলোকে অকপটে উপস্থাপন করেছেন সকলের সামনে যা দর্শনমূখী সকল ছাত্র শিক্ষক ও গবেষকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।
চিত্রদেশ//এসএইচ//