গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘বন্দী স্বাধীনতা’

এত স্বাধীনতা মোদের-
তবু বন্দী খাঁচায় বন্দী মোরা।
স্বাধীনতা মানে তো সম্মান,
এ কেমন স্বাধীনতা,
অজস্র ভোগ বিলাস, তবু পরাধীন।
আমরা বন্দীশালায় বন্দী
অজস্র উপকরণ আমার চারপাশে-
তবু আমরা তা ছুঁতে পারিনা,
আমাদের মত করে।
আমরা সত্য বলতে চাই
আমরা নিয়মের কথা বলতে চাই
বলতে পারি না-
যেন কে আমাদের গলা চেপে ধরে।
যাও বা কিছু বেরিয়ে আসে-
তাতেই বাধেঁ কুরুক্ষেত্র।
তোমরা শুধু যতটুকু পার-
ভোগ করে যাও ,
তোমাদের তো কথা বলতে মানা
এ রাজত্বে।

লেখক:কানিজ কাদীর

Related Articles

Back to top button