প্রধান সংবাদ

উপহারের ২৫০টি মোবাইল ভেন্টিলেটর দেশে আসছে আজ

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে রাতেই দেশে আসছে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন। উপহার হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী একদল চিকিৎসক।

শনিবার ভেন্টিলেটরগুলো রাত সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

আমেরিকা প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট চিকিৎসক ও মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ হাসান, ডা. মাহমুদুজ্জামান বাপ্পি ও কানাডাপ্রবাসী ডা. আরিফুর রহমানের সহায়তায় নয়া দিল্লির বাংলাদেশ দূতাবাস মারফৎ ভেন্টিলেটরগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরের উদ্দেশ্যে শনিবার নয়া দিল্লি থেকে ঢাকা পৌঁছবে।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

রাত সাড়ে ৮টার দিকে ভেন্টিলেটর মেশিনগুলো বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব ও ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণ করবেন।

 

চিত্রদশ//এফটি//

Related Articles

Back to top button