
ঈদে এলো স্বীকৃতির নতুন গান ‘জ্বালা রে’
স্টাফ রিপোর্টার:
ঈদকে সামনে রেখে প্রকাশ হচ্ছে হাতে গোনা কিছু নতুন গান। রমজান মাস শেষ হতে বাঁকি আর মাত্র কয়েকদিন।
এরই মধ্যে কিছু নতুন গান প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশ হয়েছে সঙ্গীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতির নতুন গান ‘জ্বালা রে’। ঈদ উপলক্ষে গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ৷ ১৮ মে সন্ধ্যায় গানটি মুক্তি পেয়েছে ইউটিউবে।
স্যাড রোমান্টিক ধাঁচের গানটির কথা লিখেছেন কুতুব আফতাব। সুর করেছেন কুতুব আফতাব ও স্বীকৃতি। সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। লকডাউন শুরুর আগেই ঢাকার দারুণ কয়েকটি লোকেশনে শুটিং হয়েছিলো‘জ্বাল রে’ গানের ভিডিওর।
ভিডিওটি নির্মাণ করেছেন মনজু আহমেদ। চিত্রধারণ ও সম্পাদনার কাজ ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে মডেল হয়েছেন শাকিল রাজ ও বৃষ্টি।
নতুন গান নিয়ে স্বীকৃতি বলেন, ‘ঈদের আগে শ্রোতাদের নতুন একটি গান উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে। গানটির শুটিং হওয়ার কথা ছিলো গত ২৬ মার্চ। মনজু ভাইকে শুটিং আগানোর জন্য বলছিলাম বারবার। পরে ১৭ মার্চ শুটিং হয় গানের ভিডিওর। লকডাউন শুরুর আগে শুটিং করতে পেরিছিলাম বলেই গানটি প্রকাশ করা সম্ভব হলো। আশাকরি সবার ভালো লাগবে গানটি।’
চিত্রদেশ//এস//