প্রধান সংবাদ

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

স্টাফ রিপোর্টার:
রাত পোহালেই মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। করোনা মহামারিতেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়েন লাখ লাখ মানুষ। আর তাই রাজধানী ঢাকা হয়ে উঠেছে একদম ফাঁকা।

বৃহস্পতিবার (১৩ মে) রাজধানীর সায়েদাবাদ ও গাবতলী এলাকায় গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ অনেক কম। এদিন রাজধানীর রামপুরা, ধানমণ্ডি, মিরপুর, শ্যামলী এবং কল্যাণপুর এলাকার রাস্তাগুলো ফাঁকা দেখা গেছে।

করোনার কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। কিন্তু গত কয়েকদিন ধরেই রাজধানীবাসী প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ এমনকি অ্যাম্বুলেন্সে করেও ঢাকা ছেড়েছে। কিন্তু আজ যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button