ইলিয়াস কাঞ্চনকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
ঢালিউড সিনেমার কিংবদন্তী অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চনের হেনস্তার প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।
রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনে সোমবার ১২টায় মানবন্ধন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, অভিনয়শিল্পী সমিতিসহ ১৮টি সংগঠন।
শনিবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
তিনি বলেন, পরিবহন শ্রমিকদের ধর্মঘটের মধ্যে ইলিয়াস কাঞ্চন সাহেবকে সামাজিকভাবে হেনস্তা করা হয়েছে; তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এর প্রতিবাদে আমরা চলচ্চিত্রকর্মীরা এই মানববন্ধনের ডাক দিয়েছে। পাশাপাশি নতুন সড়ক পরিহন আইন বাস্তবায়নের দাবিও জানাবো মানববন্ধনে।
১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা মারা যান। এরপর সিদ্ধান্ত নিয়েছিলেন আর সিনেমা করবেন না তিনি। তিলে তিলে গড়ে তোলেন ‘নিরাপদ সাড়ক চাই’ সংগঠন। এরপর দীর্ঘ ২৭ বছর একা একা লড়াই করে চলছেন দেশের মানুষের নিরাপদ সড়কের জন্য। তাকে পরিবহন শ্রমিকদের হেনস্তায় ফুঁসে উঠেছে চলচ্চিত্র অঙ্গন।
চিত্রদেশ ডটকম//এলএইচ//