প্রধান সংবাদমুক্তমত

মুক্ত ভাবনা ‘নিজেকে বদলানো’

কানিজ কাদীর

কোন ব্যক্তিই বদলাবে না যদি না সে নিজে চায়। আমাদের সমাজে, পরিবারে কিছু মানুষ আছে তারা দিনের পর দিন একই আচরণ, ব্যবহার, ভাষা, অযৌক্তিক আচরণ করে আসছেই। তারা যেন বুঝতেই চায় না তারা সমাজ পরিবারকে কতটুকু কলুষিত করছে। তাদের আচরণে অনেক সময়ই পরিবেশের শান্তি নষ্ট হয়। এদের কাছে তুমি যদি আকুতি কর, লজ্জা দাও, কোন কারণ দেখাও , আবেগ-ভালোবাসা দাও। তবু তার পরিবর্তন করবে না নিজেদের। তাদেরকে যদি পৃথিবীর সমস্ত নীতিবাক্য ঢেলে দাও তাও তারা একরকম থাকবে । কেবলমাত্র একটা জিনিসই তাদের পরিবর্তন করতে পারে তাদের ‘আত্ম অনুধাবন’ বা ‘বুঝ’ এবং এই অনুধাবনের চর্চা করাই তাদের জন্য আবশ্যকীয়।

Related Articles

Back to top button