প্রধান সংবাদ

ইরাকে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টার:
ইরাকে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩ জানুয়ারি) দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের চলমান নিরাপত্তাহীন ও অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকের সকল প্রবাসী বাংলাদেশিদের বিশেষ প্রয়োজনে কর্মস্থল ও বাসস্থান ছাড়া সভা সমাবেশস্থল, গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়ার জন্য দূতাবাসের সেবা ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও দূতাবাস জানিয়েছে।

সম্প্রতি ইরাকের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এছাড়া গতকাল শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের বিমান বন্দরে মার্কিন হামলায় ইরান রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ায় আঞ্চলিক উত্তেজনা আরো বেড়ে গেছে। পরিস্থিতি সামলাতে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button