অপরাধ ও আইনপ্রধান সংবাদ

ইরফান ও তার দেহরক্ষী ৩ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার:
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে আদালতে হাজির করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এসময় তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে আদালতে হাজির করা হয়েছে। তাদের এখন আদালতের হাজতখানায় রাখা হয়েছে বলে জানা গেছে। আদালত সুত্র জানায়, বেলা ১১টার দিকে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড নিতে আবেদন করা হয়। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন।

রোববার রাতে সংসদ সদস্য হাজী মো. সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

রোববার রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় সোমবার দুপুরে ইরফানকে গ্রেপ্তার করে র‌্যাব।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button