ইবি শিক্ষকের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজা আলীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তবু তো ফাগুন আসে’র মোড়ক উন্মোচিত হয়েছে। সোমবার বেলা ১২টায় ভিসির কার্যলয়ে এর মোড়ক উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মামুন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচনকালে ভিসি বলেন, ‘আমরা কবির উত্তোরত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আশা করি ‘তবু তো ফাগুন আসে’ কাব্যগ্রন্থটি পাঠক সমাজে সমাদৃত হবে।’
‘তবু তো ফাগুন আসে’ কাব্যগ্রন্থে মোট ৬৪ টি কবিতা স্থান পেয়েছে। এর মধ্যে, ‘কেন মিছে আত্মহনন’, ‘ফিদেল ক্যাস্ট্রো’, ‘আনন্দে বিষাদে’,‘আশ্বাসে নয় বিশ্বাসে’,‘যদি কখনো ফিরে আসো’,‘হবো একদিন বৃদ্ধ’ও ‘তোমার বসন্ত দিনে’ উল্লেখযোগ্য।
কবি মুন্সী মুর্তজা আলী কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ‘মোহন জলের জালে’।
চিত্রদেশ//এলএইচ//