প্রধান সংবাদ

ইত্তেফাক ও প্রথম আলোর আরো ৭ সংবাদকর্মীর করোনা

স্টাফ রিপোর্টার:
দৈনিক প্রথম আলো ও ইত্তেফাকের ৭ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রথম আলোর ১ জন ও ইত্তেফাকের ৬ জন। সোমবার ওই সংবাদকর্মীদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

বিভিন্ন গণমাধ্যমকে প্রথম আলো ও ইত্তেফাকের সিনিয়র ২ সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রথম আলোর এক কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর সবাই নিজ নিজ বাসা থেকে কাজ করছেন। ফলে বিশেষ ব্যবস্থায় বের হচ্ছে পত্রিকাটি। তবে ওই সাংবাদিক ইতোমধ্যে সেরে উঠেছেন।

নতুন ৬ জনসহ দৈনিক ইত্তেফাকে এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২-তে পৌঁছেছে। তারা সবাই ঢাকার হেড অফিসে বসতেন। পত্রিকাটির এক সিনিয়র সাংবাদিক বলেন, করোনা সংক্রমণের পর এখন সবাইকে আর অফিসে যেতে হয় না। প্রতিদিন একজন করে রির্পোর্টার অফিস করেন। আর সবাই বাসা থেকে অনলাইনের মাধ্যমে কাজ করেন। রিপোর্টিং শাখা ছাড়াও অন্যান্য শাখায় সীমিত আকারে লোকবল অফিসে যায়।

প্রথম আলো ও ইত্তেফাকের নতুন আক্রান্ত দিয়ে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮৭ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হলেন। তবে এর মধ্যেই ১৪ জন সংবাদকর্মী সেরে উঠেছেন। আর একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দুজন সংবাদকর্মী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button