প্রধান সংবাদ
‘ইতিহাসের বড় মানবাধিকার লঙ্ঘন বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করা’
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ছিলো জাতিরপিতার হত্যাকারীদের আইন করে রক্ষা করা। তিনি বলেন, অপরাধীদের রাষ্ট্রক্ষমতায় বসানো হয়েছিলো প্রচ্ছন্ন মদদে।
মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে বাঙালির করুণ ইতিহাস জানতে হবে। নাগরিক অধিকার ভোগ করতে হলে নিজ কর্তব্য পালন করতে হবে। অধিকার সম্পর্কে সচেতনতার পাশাপাশি কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করে মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিত্রদেশ//এস//