নারী মঞ্চপ্রধান সংবাদ

আসপিয়ার চাকরির জন্য প্রধানমন্ত্রীর কাছে মায়ের আকুতি

স্টাফ রিপোর্টার:
পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানার অভাবে আটকে যাওয়া চাকরির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন আছপিয়া ইসলাম কাজল। একই সাথে তার ‘সরল ভুল’ উতরে উঠে চাকরিটি পাবেন বলে আশা বরিশালের রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানের।

তিনি জানিয়েছেন, মেয়েটির প্রতি আমার কষ্টবোধ থেকেই যাচ্ছে। এরজন্য আমাকে মানসিক চাপ নিতে হচ্ছে। ওদিকে বরিশালের হিজলায় খোঁজ নিয়ে জানা গেছে, শোকের মধ্য দিয়ে যাচ্ছেন আছপিয়া ইসলাম কাজলের পরিবার।

মেয়ের চাকরির জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আসপিয়া মা ঝরনা বেগম বলেন, ‘অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছি। তার চাকরি হয়েছে, কিন্তু আমার জায়গা-জমি না থাকায় চাকরিটি নাকি হবে না। এখন প্রধানমন্ত্রীর সুনজর চাই। যে করেই হোকে আমার মেয়েকে চাকরিটি দিন। আমি তো আপনার (প্রধানমন্ত্রী) দেশের নাগরিক।’

চাকরি না হওয়ার হতাশায় আসপিয়া বলেন, ‘নিজের যোগ্যতায় প্রতিটি পরীক্ষায় পাস করেছি। অথচ জমি না থাকার কারনে আমার চাকরি হবে না কেন? নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। আমিতো যোগ্যতার ওপর ভিত্তি করে সকল পরীক্ষায় পাস করেছি। তাহলে কেন আমার চাকরি হবে না? কাজল বলেন, প্রধানমন্ত্রী যোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। সেখানে যোগ্য লোকের চাকরি জমি না থাকার কারনে হবে না এটি সঠিক বলে মনে করি না। আমার চাকরির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button