আন্তর্জাতিকপ্রধান সংবাদ

অস্ট্রিয়ায় টিকা না নেওয়া ২০ লাখ মানুষ লকডাউনে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার পূর্ণ ডোজ না নেওয়া প্রায় ২০ লাখ মানুষকে লকডাউনে রেখেছে অস্ট্রিয়া।

দেশটিতে করোনার সংক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।

অস্ট্রিয়ার চ্যাঞ্চেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ এ বিষয়ে বলেন, আমরা টিকার ডোজ না নেওয়া ব্যক্তিদের লকডাউনে রাখার বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। এটি এই মুহূর্তে জরুরি হয়ে উঠেছে।

লকডাউনে থাকা ব্যক্তিরা শুধুমাত্র জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে পারবেন। যেমন কাজ ও খাবার কেনার প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারবেন।

অস্ট্রিয়ার ৬৫ শতাংশেরও বেশি মানুষ করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। যেটি পূর্ব ইউরোপে টিকা গ্রহণের সবচেয়ে কম গড়ের একটি।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button