প্রধান সংবাদ

অর্ধেক বাস কেন চলবে, যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার:
জীবন ও জীবন সচল রাখতে বিধিনিষেধ শিথিলের আওতায় সরকার অর্ধেক বাস চলাচলের অনুমতি দিয়েছে বলে জানিয়েছিন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আন্তঃজেলা বাস চলাচল কমাতেই গণপরিবহনের ক্ষেত্রে অর্ধেক বাস রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, অর্ধেক বাস কিভাবে চলাচল করবে তা স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিকরা আলোচনা করে ঠিক করে নেবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জেলা পর্যায়ে ডিসি, এসপি, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বসে ঠিক করা হবে যতগুলো বাস আছে তার অর্ধেক আজকে চলবে, পরেরদিন বাকি অর্ধেক চলবে।’

আরো পড়ুন: বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র ও জনসমাবেশ

তিনি বলেন, ‘এই শর্ত মূলত আন্তঃজেলা বাসের জন্য আরোপ করা হয়েছে। যাতে বাইরে থেকে কম সংখ্যক বাস আসে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী, শ্রমিক ইউনিয়নের মালিক-শ্রমিক যারা আছেন তারা বসে সিদ্ধান্ত নেবেন। তারা একটা পদ্ধতি বের করবেন।’

অর্ধেক বাস চলাচলে বিশৃঙ্খলা তৈরি হবে কিনা এ প্রশ্নে জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একসঙ্গে বেশি গাড়ি ঢাকা বা চট্টগ্রামের দিকে যাতে না ঢোকে, এটা স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। সিটির ক্ষেত্রেও মেট্রোপলিটন পুলিশ ও মালিক সমিতি সিদ্ধান্ত নেবে। কোনোকিছু ভায়োলেশন হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সবকিছু আমরা লোকাল অ্যাডমিনস্ট্রেশনের ওপর ছেড়ে দিয়েছি।’

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে চলা বিধিনিষেধ রোববার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তুলে নেওয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে গণপরিবহনের ক্ষেত্রে প্রত্যেক এলাকার প্রতিদিন মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছে।

 

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button