অবশেষে করোনায় স্বস্তির খবর, সুস্থ ৯৪ শতাংশ
স্টাফ রিপোর্টার:
মারণ ভাইরাস করোনা সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৮২৮ জনের। তবে স্বস্তির বিষয়, মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়লেও সুস্থ হয়ে বাড়ি ফেরার ঘটনাই ঘটেছে বেশি। যার সংখ্যা প্রায় ৯৪ শতাংশ। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে।
শুরুতে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর থেকেই বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু ধীরে ধীরে চীনে অনেকটাই কমে এসেছে এর সংক্রমণ। এ ছাড়া কমছে মৃত্যুর সংখ্যাও।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ১১৯ জনের। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ৬০০ জন। অন্যরাও সুস্থ হবেন বলে মনে করছেন চীনা চিকিৎসকরা।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যেও অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২২ জন। আর মৃত্যু হয়েছে ৩৬৬ জনের।
//এল//