প্রধান সংবাদ

অনলাইনে নতুন ভোটার, এসএমএসে দেয়া হচ্ছে এনআইডি নম্বর

স্টাফ রিপোর্টার:
করোনা প্রতিরোধী টিকা নিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর লাগবে। যাদের বয়স হয়েছে কিন্তু এনআইডি কার্ড করেননি, তাদের নতুন এনআইডি করার সুযোগ দিচ্ছে অনুবিভাগটি।

এখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে নতুন এনআইডি করা এবং অনলাইন থেকে কার্ড প্রিন্টসহ যাবতীয় সেবা পাওয়া যাচ্ছে। কঠোর বিধিনিষেধে স্বল্প সংখ্যক জনবল দিয়ে জন সাধারণের কাছে এনআইডি সেবা দিতে সচেষ্ট ভূমিকা পালন করছেন অনুবিভাগটির মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর।

এ কে এম হুমায়ুন কবীর বলেন, করোনা মহামারির এসময়ে এনআইডি সেবা পেতে মানুষ যাতে ভোগান্তিতে না পরেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন শিফটে অফিস করছেন। অত্যাবশ্যকীয় সার্ভিস দিয়ে যাচ্ছি।

ডিজি বলেন, অনলাইনে ভোটার হলেই এনআইডি নম্বর মোবাইলে এসএমএস পাঠানো হয়। মানুষ এসএমএস দেখেই বুঝতে পারেন তাদের এনআইডি হয়ে গেছে। মোবাইলে এসএমএসের বিষয়টি আগে থেকেই ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এটা কাজ করছিল না। আমাদের টেকনিশিয়ানরা বিষয়টির সমাধান করেছে।

প্রসঙ্গত, এখন থেকে নতুন ভোটারদের মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর এসএমএসের মাধ্যমে চলে যাবে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button