প্রযুক্তি

১৬ জিবি র‌্যামের ‘কনসেপ্ট’ ল্যাপটপ

প্রযুক্তি ডেস্ক:
প্রযুক্তি ব্র্যান্ড এসার বাজারে অবমুক্ত করলো কনসেপ্ট ডি-ফাইভ সিএন৫১৫-৭১ মডেলের নতুন ল্যাপটপ। ল্যাপটপটি মূলত তৈরি করা হয়েছে এআই ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, ফিল্মমেকার ও প্রফেশনাল গেমারদের জন্য। তাছাড়া গ্রাফিকস ও ভিডিও এডিটিংয়ের মতো সব ধরনের কাজে পাওয়া যাবে গতিশীল অভিজ্ঞতা।

এতে রয়েছে ইন্টেল নবম প্রজন্মের ৯৭৫০এইচ মডেলের ৪.৫০ গিগাহার্টজ গতির কোর আইসেভেন প্রসেসর, ১৬ জিবি ডিডিআর-ফোর র‌্যাম,২৫৬ জিবি এসএসডি, ২ টেরা হার্ডড্রাইভ এবং ৬ জিবি ডিডিআর-৬ এনভিদিয়া জিটিএক্স ১৬৬০টিআই ডেডিকেটেড গ্রাফিকস কার্ড।

এসারের এই ল্যাপটপের কুলিং সিস্টেম আগের চেয়ে অনেক উন্নত করেছে। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারেও ল্যাপটপটি সহজে গরম হয় না। এর ব্যাটারি লাইফ ভালো।

ব্যাকলিট কি-বোর্ড, ওয়াইফাই, ব্লুটুথ, ওরিজিনাল উইন্ডোজ প্রোসহ ল্যাপটপটির দাম ১ লাখ আশি ৮০ হাজার টাকা।

 

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button