প্রধান সংবাদরাজনীতি

স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো আপস নয়: কাদের

স্টাফ রিপোর্টার:
স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো ধরনের আপস হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।

কাদের বলেন, রাজাকারের উত্তরসূরিদের সাথে কোন আপস নেই। দলে অনুপ্রবেশকারি হিসেবে কেউ থাকলে দলের সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেয়া হবে।

স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

এ সময় আরও শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

এর আগে সোমবার সকাল ৬টা ৩৫ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button