আন্তর্জাতিকপ্রধান সংবাদ

স্পেনে একদিনে আরও ৮৪৯ জনের ‍মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসে ইউরোপের দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন মোট ৮১৮৯ এবং আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪১৭ জন।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে নতুন করে আরও ৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের চেয়ে ৩ হাজার বেশি।

এদিকে করোনায় বিপর্যস্ত স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। ভাইরাসটির বিস্তার ঠেকাতে এতোমধ্যে দেশটিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

প্রসঙ্গত, বিশ্বের ২০০ দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লাখ। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৭ লাখ ৯৯ হাজার ৭৪১; মারা গেছেন ৩৮ হাজার ৭২১ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।

 

চিত্রদেশ//এফ//

 

আরও

Leave a Reply

Back to top button