অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ

নিজস্ব প্রতিবদেক:
এক দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আড়াই হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ২ হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।

সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে অন্যান্য বন্দরের ন্যায় সোনামসজিদ বন্দরেও এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা।

সোনামসজিদ স্থল বন্দরের একাধিক আমদানিকারকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর মঙ্গলবার এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আসেনি। তবে অন্য পণ্য আমদানি চালু ছিল। কিন্তু বুধবার সারা দিনে ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ ও ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু আমদানি করা হয়েছে।

আমদানিকারকরা জানান, জটিলতার কারণে ভারতে ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ থাকায় নতুন করে পেঁয়াজ ও আলু ট্রাকে লোড করা হচ্ছে না।

বন্দর সূত্র জানিয়েছে, এখনও ভারতে শতাধিক পেঁয়াজ ও আলুর ট্রাক আটক রয়েছে।

Related Articles

Back to top button