প্রধান সংবাদ

সেগুনবাগিচায় বারডেম হাসপাতালে আগুন

স্টাফ রিপোর্টার:
রাজধানীর সেগুনবাগিচায় বারডেম হাসপাতালের (মা ও শিশু) চতুর্থ তলায় ফেলে রাখা বাতিল জিনিসপত্রে আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে ওই হাসপাতালে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ১৪ তলা হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এক কোণে কিছু বাতিল জিনিসপত্রে আগুন লেগেছিল। বেলা পৌনে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে কিংবা কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা তিনি জানাতে পারেননি।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, হাসপাতালের চতুর্থ তলায় ধোঁয়া দেখা গেলে স্বাভাবিকভাবেই কিছুটা আতঙ্ক তৈরি হয়। তবে রোগী বা স্বজনদের কারও কোনো ক্ষতির খবর আমরা পাইনি।

চিত্রদেশ //এল//

Related Articles

Back to top button