প্রধান সংবাদ

সীমান্তে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কড়া নজর রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সীমান্তে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কড়া নজর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, মিয়ানমারে সেনাবাহিনীর রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনা সেদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তবে, সীমান্তে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাংলাদেশ সার্বক্ষণিক কড়া নজর রাখছে।

আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনকে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গত নভেম্বরের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিনতকে আটক করে দেশটির ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। একইসঙ্গে, মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে সেনা টহল জোরদারের পাশাপাশি পার্লামেন্ট অধিবেশন স্থগিত ও টেলিফোন-ইন্টারনেটসহ টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে জরুরি অবস্থা শেষে মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নতুন সামরিক জান্তার বৈঠক শেষে আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং।

চিত্রদেশ//এল//

Tags

আরও

Leave a Reply

Back to top button