প্রধান সংবাদ

সিঙ্গাপুর থেকে ফিরেছেন ১৮৫ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার:
বৈশ্বিক মহামারী করোনাভাইসের উদ্ভূত পরিস্থিতির মধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি বুধবার দেশে ফিরেছেন।

বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, ১৮৫ জন বাংলাদেশিকে নিয়ে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি।

অন্যদিকে ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে দুপুর ২টা ১০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করে বলে জানান কামরুজ্জামান।

 

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button