সাংবাদিক রোজিনাকে হেনস্থায় হিউম্যানিস্ট সোসাইটির তীব্র নিন্দা ও ব্যাখ্যা দাবি
স্টাফ রিপোর্টার:
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গতকাল ১৭ মে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছে মানবাধিকার সংস্থা হিউম্যানিস্ট সোসাইটি।
সেই সাথে জানিয়ে ঘটনার প্রকৃত ব্যাখ্যা দাবি এবং ঘটনাসংশ্লিষ্টদের কঠোর শাস্তি কামনা করছে।
সংস্থাটির প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম রেজা স্বাক্ষরিত পত্রে আরও উল্লেখ করেন, রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য। আন্তর্জাতিকভাবে তাঁর স্বীকৃতি আছে। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন লিখে আসছেন।
এমন একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা অন্যায়, অনভিপ্রেত। কী কারণে এভাবে আটকে রাখা হয়েছে, অসুস্থ হওয়ার পরও তাঁকে হাসপাতালে না নেওয়ার বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। রোজিনাকে হেনস্তা করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে হবে।
এবিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে ব্যাখ্যা চেয়ে হিউম্যানিস্ট সোসাইটি’র পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
চিত্রদেশ//এস//