প্রধান সংবাদ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তি নগরবাসীর

স্টাফ রিপোর্টার:
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টির সাথে যানজট থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রোববার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টি চলে সারারাত ধরে। সোমবার সকাল থেকেও অবিরাম চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

চলমান এই ‍বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জমেছে পানি। কাঁদাপানিতে ভোগান্তি বেড়েছে পথচারী ও অফিসগামীদের। গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে। এর সাথে যুক্ত হয়েছে রিকশা ও সিএনজিতে বাড়তি ভাড়া।

এছাড়া কনকনে শীতের মধ্যে বৃষ্টিতে রাজধানীর ছিন্নমূল মানুষদেরও দুর্ভোগের শেষ নেই।

মিরপুর থেকে কারওয়ান বাজার যাবেন রবিউল নামে এক চাকরিজীবী। ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু বৃষ্টির কারণে বাস পাচ্ছেন না রবিউল। যে দুই-একটা বাস আসছে সেগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে আসায় ওঠা যাচ্ছে না।

ধানমণ্ডি থেকে যাত্রবাড়ী যাবেন শুকুর আলী। দীর্ঘসময় বাসের অপেক্ষা শেষে বাধ্য হয়ে উঠেছেন সিএনজিতে। শুকুর আলী বলছেন, কি করবো ভাই, কতক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবো? তাই অতিরিক্ত ভাড়ায় সিএনজিতে যেতে হচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। এছাড়া তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ হিসেবে এটি সোমবার মধ্যরাতে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। এছাড়া তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়া বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button