প্রধান সংবাদ

সাংবাদিক নেতা শাবান মাহমুদ সস্ত্রীক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৫ জুন) শাবান মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে এ সাংবাদিক নেতা বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনায় আমি সস্ত্রীক আক্রান্ত। ছোট ভাই ডা. তুষারের তত্ত্বাবধানে বাসায়ই সব বিধিনিষেধ মেনে চলছি আল্লাহ পাকের কৃপায়! ভরসা রাখি রাব্বুল আলামিনের সর্বময় ক্ষমতার এবং রহমতের ওপর! দয়া করে ফোনে বা ম্যাসেঞ্জারে নয়, আমার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়, পরিজনরা আপনাদের দোয়ায় রাখবেন আমাদের! নিরন্তর শুভ কামনা সবার জন্য।’

স্বাস্থ্য অধিদফতরের গতকাল রোববারের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ১৭১ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৭৩১ জন।

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button