অপরাধ ও আইনপ্রধান সংবাদ

মেরুল বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে র‌্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মেরুল বাড্ডায় মনির হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রাতভর অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব -৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

এ রিপোর্ট লেখার সময় শনিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চলছিল।

র‌্যাব-৩ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, অবৈধ সম্পদ অনুসন্ধানে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান এখনও শেষ হয়নি।

র‌্যাব জানিয়েছে, ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি।

অভিযানে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কার জব্দ করেছে র‌্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই।

এএসপি ফারজানা বলেন, উদ্ধার করা টাকা গণনা করা হচ্ছে। স্বর্ণালঙ্কারগুলো ব্যবহৃত। তবে সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে।

অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

চিত্রদেশ//এলএইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button