সাহিত্য

মেহেবুব হকের কবিতা ‘মানব কবি’

আমিও কবিতা লিখতে চাই
আমিও কবি হতে চাই।
কিন্তু আমি কবি হব কেন?
শুধুই নাম-যশ অর্জন
নাকি সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশ,
নাকি মানুষের ভিড়ে নিজেকে চেনা-জানা।
নাকি স্বপ্নের সিঁড়িতে পবিত্র বিচরণ,
নাকি সমাজের আস্তাকুঁড়ের জঞ্জাল সাফ।
নাকি ইসরাফিলের হুংকার,
সমাজের শোষণ বঞ্চনা অত্যাচার
আর নির্যাতনের প্রতিবাদ।
হ্যাঁ, আমি কবি হতে চাই,
আমার সম্মোহনী শক্তি প্রয়োগ করে

বুলেট-সম লেখনীর ভাষাতে,
সমাজে আনতে চাই পরিবর্তনের আলোকছটা।
অদম্য শক্তির নায়ক হয়ে আমি
উদ্ধার করতে চাই জাতিকে।
প্রথম প্রহরের প্রথম সূর্যকে দেখে যেতে চায়,
বাসযোগ্য ধরণী মাঝে দেখতে চায় শিশুর স্বর্গীয় হাসি।
আমি কবি হতে চাই
মানুষ ও মানবতার কবি হতে চাই।

 

Tags

আরও

Leave a Reply

Back to top button