গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘বিচিত্র আরাফাত’
পাক জাতের কসম খেয়ে
হাজারো গুনাহর ফিরিস্তি ছেড়ে
আমি এগিয়ে চলেছি ঈমানের সুরভীতে পরিপূর্ণ ভবনে
আল্লাহ পাকের ভরসায়
জীবনের নিশ্চিন্ত উপকূলে ।
নিমিষেই কেটে গেছে শয়তানের প্রবঞ্চনা
ঠকবাজি ও প্রতারণার বিষবাষ্প উবে গেছে ধিরে ধিরে
হতাশা ও নিরাশার কালো পাহাড়ে জন্ম নিয়েছে
মানুষের প্রতি বিশ্বাস ও ভালোবাসার অপূর্ব প্রাসাদ ।
এ যেন অপরূপ স্বর্গীয় সুখেনুভূতি
পবিত্রতার চির অম্লান পটভূমি
মহামিলনের বিচিত্র আরাফাত
যেখানে স্রষ্টা ও সৃষ্টির মেলবন্ধনে রচিত হয়েছে অমর মহাকাব্য ।