সাহিত্য

মেহেবুব হকের কবিতা ‘নতুন ভোর’

আমি পাপী তাপী অবনত মস্তকে লুকায়ে ফেলি চোখের জল
ক্ষমা কর প্রভু করেছি অন্যায় বহু বিবেককে ভেবেছি দুর্বল
দিবস রজনীতে অপকর্মের ডামাডোলে করেছি সময় পার
জীর্ণ শীর্ণ আমি নিরবে নিভৃতে বসি অনুশোচনায় হাহাকার
সাম্য মৈত্রীর বানী দলেছি সগৌরবে হিংসায় ছিলেম দূর্বার
পাপ পুণ্যের হিসাব কে রাখে –চাই প্রাচুর্যের অঢেল আসবাব
কপটতার বেড়াজালে আবদ্ধ করে নিজেকে করেছি নিঃস্ব
ভাবিনি কভু ষড় রিপুর ছলনায় হব আমি শয়তানের ভাবশিষ্য
আজিকে প্রভাতে মনের মুকুরে উঁকি দিল এক স্বর্গীয় ছটা
প্রভু দয়াময় ভাগ্যবিধাতা নিজগুণে বুঝি দিলেন এক মওকা
বিনিদ্র রজনী কাটিয়েছি বন্দেগিতে দেখবো নতুন জীবনের সূর্য
আমি ভালো হলে ভালো হবে দুনিয়া- শ্লোগানে বাজাই হাতে তূর্য ।

তাং-২৭/০৩/২০২০ ইং, ঢাকা ।

কবি মেহেবুব হক

আরও

Leave a Reply

Back to top button