প্রধান সংবাদসারাদেশ

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক এস এম সফিকের দেহেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারী চিকিৎসকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে পাওয়া রিপোর্টে জেলা প্রশাসকের করোনা পজিটিভ আসে। গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) এ পাঠানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল মাসুদ জানান, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দুজনেরই তেমন কোনো উপসর্গ নেই। করোনা শনাক্ত হলেও তাঁরা শারীরিকভাবে এখন সুস্থ আছেন। উভয়ে নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

//এল//

 

Related Articles

Back to top button