প্রধান সংবাদমুক্তমত

মুক্ত ভাবনা ‘বয়সের পরিপক্কতা’

কানিজ কাদীর

বয়সের পরিপক্কতার সাথে সাথে মানুষ বুঝতে পারে সে যা আশা করেছিল বাস্তব ক্ষেত্রে অনেক আংশেই তা ঠিক হয় না। তখন আশা ভঙ্গের কষ্ট তাকে খুব পীড়া দিলেও তা হযম করার মত শক্তিও তার অর্জন করতে হয়। তখন আশা ভঙ্গের চেয়ে আপনজনের দেয়া কথার তীব্রতা বেশি মনকে ঝাঝড়া করে। জীবনের বৃথা ইচ্ছা, চেষ্টাকে তখন অযথাই মনে হয়। নিজের সময় অন্যকে পুরোটা ঢেলে দেয়ার মত বোকামী বোধহয় জীবনে আর হয় না। কারণ একসময় যে যার মতই জীবন সাজায়, চলতে চায়। কাউকে নিয়ে ভাবার সময় কার আছে!! একমাত্র নিজের স্বত্তাই বোধহয় কাছে থাকে। আপনজন কোন কথায় ছোট হয়, কোন কথা তাকে বলা যাবে না, কোন কথায় তাঁর মনের ভিতর ক্ষরণ হয় তা বোঝার অনুভূতিটুকুও যখন লোপ পায় তখন সেখানে আর সমীহ জ্ঞানও থাকে না। তাই নীরবে নিজেকেই প্রশ্ন করি ”পৃথিবীতে প্রয়োজনই আসলে মূখ্য বিষয়।”

Related Articles

Back to top button