গল্প-কবিতা

মানবতার দূত মোহাম্মদ (সা:)

মেহবুব হক

হে মানবতার মুক্তির দূত,
আপনা চরিত্র সমুনন্ত সুমহান
আপনার সম্মানে পেশ করি গোলাপের ঘ্রাণ
আপনি এনেছেন চিরস্বর্গীয় আলো
চারিদিকে ছড়িয়েছেন মানবতার জ্ঞান
ধনী-গরিব সকলে লুটিয়ে পড়েছে
দিকে দিকে উড়ছে তৌহিদের নিশান
আপনি এসেছেন সারা বিশ্বের রহমত হয়ে
শুনি চারিদিকে মুখরিত মানুষের স্লোগান
আপনি মহান ত্যাগী সারা বিশ্বের নেতা
আপনার প্রতি ভালোবাসা হয়েছে বেগবান।

হে উম্মতের দুর্দিনে কান্ডারি
আপনি করবেন আমাদের কে পার
হাশরের ময়দানে করেন সুপারিশ প্রদান
আপনার সম্মানে পরম করুণাময় আল্লাহ্
আমাদেরকে করবেন জান্নাত প্রদান
আপনার পথে জীবন পার করে
আমরা রাখবো খাটিঁ উম্মতের নিশান
দিকে দিকে কলরব বয়ে যাবে
আমরাই রাখবো বিশ্বনবির মান।

হে সংগ্রামী সাহসী সেনানায়ক
আপনি দিয়েছেন বিদ্যা বুদ্ধি সাহস
অনুসারীদের শিখিয়েছেন হতে চরিত্রবান
ত্যাজিতে শিখিয়েছেন হিংসা-বিদ্বেষ
উম্মতকে বানিয়েছেন খুবই উদার প্রাণ
আপনার আলোয় আলোকিত হয়ে
যুগে যুগে উম্মত ফিরে পেয়েছে শান

অমর-অক্ষয় হয়ে থাকবে মহানবি
খাটিঁ উম্মত হয়ে রাখবো আমরা তাঁরই মান।

 

কবি- মেহেবুব হক

Related Articles

Back to top button