প্রধান সংবাদস্বাস্থ্য কথা

ভারত থেকে আরও ৩ কোটি ডোজ টিকা আসছে

স্টাফ রিপোর্টার:
ভারত থেকে আরও ৩ কোটি ডোজ করোনা টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে ভারত থেকে তিন কোটি ডোজ টিকা আসছে। আরও তিন কোটি ডোজ টিকা আনার পরিকল্পনা আমাদের রয়েছে।

সোমবার (১৫ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, করোনার টিকা গ্রহণে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। সরকার সবার জন্য টিকা নিশ্চিত করার লক্ষ ঠিক করেছে। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও টিকা আনার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

 

চিত্রদেশ//এফ//

 

Tags

আরও

Leave a Reply

Back to top button