সংগঠন সংবাদ

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন সভাপতি কার্তিক, সাধারণ সম্পাদক শাহীন

স্টাফ রিপোর্টার:

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আগামী দুই বছর মেয়াদী নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ) জাতীয় প্রেসক্লাবে সাধারণ সভা শেষে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন নির্বাচণ কমিশনার সৈয়দ আলী আসফার। নব-নির্বাচিত সভাপতি হলেন- দৈনিক সংবাদের কার্তিক চ্যাটর্জি এবং সাধারণ সম্পাদক আমাদের অর্থনীতির শাহীন চৌধুরী।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি- সৈয়দ মেজবাহ উদ্দিন (বাংলাদেশের খবর) ও রফিকুর রহমান (রয়টার্স), যুগ্ম সাধারণ সম্পাদক (মো. মোমিন হোসেন (বাসস) কোষাধ্যক্ষ- আতাউর রহমান (বাসস), জনকল্যাণ সম্পাদক- নাসরীণ গীতি (বাংলা ভিশন), সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- মনিরুল ইসলাম (দেশ নিউজ-২৪ ডটকম) দফতর সম্পাদক-জাহাঙ্গীর খান বাবু, (দৈনিক জনতা) নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- ফরিদা ইয়াসমিন (ইত্তেফাক), হালিম আজাদ (বাসস), মাহবুব আলম (ভোরের ডাক), নূরুন্নবী রবি (সরাসরি), গ্যালমান শফি (বাংলাভিশন) আতিকুল ইসলম (সরাসরি)।

এর আগে, সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। প্রথম পর্বে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, তরুণ শিল্পপতি শেখ লেনিন।বক্তৃতা করেন, সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, স্বপন দাশগুপ্ত, হালিম আজাদ, বরুণ ভৌমিক নয়ন, আখতার হোসেন প্রমূখ।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button