গল্প-কবিতা

বঙ্গবন্ধুকে নিয়ে মেহেবুব হকের কবিতা ‘শতবর্ষে বঙ্গবন্ধু’

আজি হতে শতবর্ষ আগে বাংলা মায়ের কোল আলো
করে সবুজ শ্যামলিমায় ঘেরা নৈসর্গিক প্রকৃতির
মাঝে জন্ম নিয়েছিলো এক আশ্চর্য শিশু
নির্যাতন, নিপীড়ন ও নিস্পেষনের মহাযজ্ঞে
দিন কালাতিপাত করে মাসুম বালক সেদিন গর্জে ওঠে
পাকিস্তানি হায়েনাদের থাবা হতে দেশকে মুক্ত করতে
শোষণের নিলজ্জ ইতিহাসে ভারী হয়ে যায় বাংলার আকাশ বাতাস
অসহায় শিশু বৃদ্ধ ও নারীদের করুণ আর্তনাদ ছড়িয়ে পড়ে চারিদিকে
কোটি কোটি মানুষের পরাধিনতার নিরব কান্না
তাঁর হৃদয়কে স্পর্শ করেছিলো গভীরে
তিনি শোনালেন চিরমুক্তির বানী
সাত কোটি বাঙালির হৃদয়ের অগ্নি স্ফুলিঙ্গ দাউ দাউ করে জ্বলে উঠে
এক মুজিবের বজ্রকণ্ঠে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে রচিত হয়
ইতিহাসের অদ্বিতীয় অমর মহাকাব্য
মুছে যায় সকল হতাশা গ্লানি ও শোষণের পরাকাষ্ঠার ভয়ানক দিনগুলো
বিশ্বের মানচিত্রে জন্ম নেয় একটি ভালোবাসার নাম, একটি নতুন দেশ
তিনিই আমাদের উপহার দেন সোনার বাংলাদেশ
তিনিই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
যিনি আমাদেরকে দিয়েছেন সাম্যের গান মৈত্রীর বানী
তাঁরই অবদানের স্বীকৃতিতে ঋণী হয়ে আছে পদ্মা মেঘনা যমুনা
শস্য শামলা খেত , পাহাড়ি অঞ্চল ও বদ্বীপে ঘেরা সুন্দরবনের অপরূপ ভূমি
ঋণী হয়ে আছে টেকনাফ থেকে তুতুলিয়া সমগ্র বাংলাদেশ
আজই এই শতবর্ষের মাহেন্দ্রক্ষণে তাঁকে গর্বভরে শ্রদ্ধাভরে করি স্মরণ
মহাকালের পাতায় অমর তিনি জাতি তাঁকে মনে রাখুক চিরকাল বরণ করুক আমরণ ।

তাং-১৭/০৩/২০২০ ইং, ঢাকা ।

কবি মেহেবুব হক

Related Articles

Back to top button