বিনোদন

ফের বিয়ে করতে চলেছেন অভিনেত্রী দিয়া মির্জা

বিনোদন ডেস্ক:
ফের বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। পাত্র মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখি।

ভালোবাসা দিবসের পর দিন সোমবার সাতপাকে বাঁধা পড়বেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত এ অভিনেত্রী।

দিয়ার ঘনিষ্ঠমহল সূত্রের বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে হবে। উপস্থিত থাকবে কাপলের পরিবার এবং বন্ধুবান্ধব। গোটা বলিউড ডাক নাও পেতে পারে বিয়েতে। তবে দিয়া ঘনিষ্ঠরা বিয়ের কার্ড পেয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি দিয়া। তবে দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে উড়িয়েও দেননি অভিনেত্রী।

২০১৪ সালে প্রেমিক সাহিল সংঘকে বিয়ে করেছিলেন দিয়া। শেষমেশ দাম্পত্য টেকেনি তাদের। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা।

আপাতত দিয়া ব্যস্ত তেলেগু ছবি ‘ওয়াইল্ড ডগ’-এর শ্যুটিং নিয়ে। গত বছর তাপসী পান্নুর ‘থাপ্পড়’ ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

চিত্রদেশ//এইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button