সাহিত্য

ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা

স্টাফ রিপোর্টার:
এবার ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা। রোববার গণমাধ্যমকে একথা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

তিনি বলেন, এবারের বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না। এমনকি মার্চেও হবার সম্ভাবনা নেই। তবে এপ্রিল বা মে মাসে আয়োজন করা হতে পারে।

বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা অপলেশ কুমার বলেন, বইমেলার আয়োজন নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। মার্চ, এপ্রিল বা মে; কোন মাসে হবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যখনই মেলার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হবে সেটা গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত ঠিক হয়েছে, চিরায়ত নিয়মে হবে মেলা। শেষ পর্যন্ত সেটাও যথাসময়ে হচ্ছে না।

চিত্রদেশ//এলএইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button