প্রধান সংবাদ

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, ৩০ মুসল্লি দগ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুল সালাম জামে মসজিদের এয়ারকন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত মুসল্লি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ৩০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট ভর্তি হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজ আদায়কালে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।

স্থানীয়রা জানান, এশার নামাজ চলাকালীন অবস্থায় বিকট শব্দে এসি বিষ্ফোরিত হয়। সাথে সাথে মুসল্লিদের শরীরে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন ভর্তি হয়েছেন। যারা ভর্তি হয়েছেন তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, যারা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

 

চিত্রদেশ//এল//

 

Related Articles

Back to top button