অর্থ-বাণিজ্যকর্পোরেট সংবাদ

চূড়ান্ত অনুমোদন পেল সিটিজেন ব্যাংক

স্টাফ রিপোর্টার:
নতুন করে আরও একটি বেসরকারি ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য চূড়ান্ত লাইসেন্স পেয়েছে সিটিজেন ব্যাংক লিমিটেড।

সোমবার (৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে। এটি ছিল বাংলাদেশ ব্যাংকের ৪১০তম বোর্ড সভা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধনসহ প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে সিটিজেন ব্যাংক লিমিটেডের কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর জন্য সিটিজেন ব্যাংককে চিঠি পাঠাবে বাংলাদেশ ব্যাংক।

এ নিয়ে দেশে মোট ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ৬১টিতে।

চিত্রদেশ//এফ//এল//

Tags

আরও

Leave a Reply

Back to top button