প্রধান সংবাদ

চলতি মাসের মাঝামাঝি ও শেষে ভয়াবহ শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার:
নতুন বছরটা রাজধানীবাসীর শুরু হয়েছে ঝলমলে রোদ দিয়ে, শীতও তেমন পাত্তা পায়নি। একই অবস্থা আজও। তবে বছরের দ্বিতীয় দিন আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, দেশের কোথাও এখন আর শৈত্যপ্রবাহ নেই। সারাদেশের তাপমাত্রাই বেড়েছে। বরং বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বা কাল অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটা পরিমাণে কম। শনিবার পর্যন্তই দেশের বিভিন্নস্থানে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এরপর আবার কমবে তাপমাত্রা, বাড়বে শীত।

জানুয়ারির মাঝামাঝি ও শেষে শৈত্যপ্রবাহ দেশের অনেক জায়গার ওপর দিয়েই বয়ে যাবে বলে জানান এই আবহাওয়াবিদ।

সকাল ৯টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অ্যাকুওয়েদার বলছে, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হবে ১৮ ডিগ্রি। আকাশে রয়েছে সূর্যের আধিপত্য। তবে দিন গড়াবে আর মেঘে ঢাকবে আকাশ, হবে বৃষ্টি।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button