গল্প-কবিতা

চরম উদাসীনতা

মো: মেহেবুব হক

আমি অন্তদৃষ্টির তীব্র আলোয় প্রত্যক্ষ করেছি বাহারি জীবনের অন্তঃসারশূন্যতা
অনুভব করেছি চোখ ধাঁধানো বাহ্যিক চাকচিক্যময় জীবনের নিখাদ দৈনতা
দেখেছি প্রাচুর্যের ভিড়ে হারিয়ে যাওয়া বিকারগ্রস্ত মানুষের চরম উদাসীনতা
ভেবেছি দুনিয়ার মায়াবী সৌন্দর্যের বিষমাখা টোপেই নিহিত আছে
মানুষের আত্মিক শক্তি নিঃশেষ করার হাজারো ডিনামাইটের ভয়াবহতা
যা নিমিষেই ধ্বংস করতে পারে লাখো মানুষের স্বপ্নের লালগালিচা
খনন করতে পারে অসহ্য যন্ত্রণার মৃত্যুকূপ
নির্বাপিত করতে পারে জীবনপ্রদীপ
যে প্রদীপ একবার নিভে গেলে কখনো জ্বালানো যায় না
তবে কী সে শক্তি , কী সে সত্ত্বা আমাকে বাঁচিয়ে রেখেছে সারাক্ষণ
যার সন্ধানে আমি ব্যয় করিনা অফুরন্ত অলস সময়ের একটুখানি প্রহর
ভাবিনা সেই আশ্চর্য সত্তার অলৌকিক স্বরূপ
তবে কি এটাই সেই সত্ত্বা যাকে আত্মা বলে যা মহামহিম আল্লাহতাআলা
ফুঁৎকার দিয়ে মানুষের মাঝে জীবনপ্রদীপরূপে জ্বালিয়ে রেখেছে
এটাই সেই যোগসূত্র আল্লাহ্ ও মানুষের মাঝে
যার মাধ্যমে নিবেদিতপ্রাণ সাধকেরা নিরন্তন খুঁজে চলছে জগতের পরম সত্যকে
তবে কি আমার মাঝেই লুকিয়ে আছে সেই মহাসত্য
যে সত্যের প্রতি আমরা উদাসীন চিরকাল ।

তাং-১৭/০৬/২০২০২ ইং, ঢাকা ।

 


কবি: মো: মেহেবুব হক

 

Related Articles

Back to top button