প্রধান সংবাদ

খুলে দেয়া হয়েছে রমনা পার্ক

স্টাফ রিপোর্টার:
ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত রমনা পার্ক সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

করোনার কারণে বন্ধ ঘোষণার ছয় মাস পর রোববার সকালে পার্কটি খুলে দেয়া হয়। তবে এদিন পার্কে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে মানুষের চলাচল লক্ষ্য করা গেছে।

এ প্রসঙ্গে গণপূর্ত অধিদফতরের নগর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সোহানুর রহমান রোববার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, রমনা পার্ক খোলার বিষয়ে উচ্চ আদালতে রিট হয়েছে। আদালত থেকে মৌখিকভাবে পার্কটি খোলার জন্য বলা হয়েছে বলে আমাদের আইনজীবী জানিয়েছেন।

এ কারণে আমরা আপাতত পার্কে কেউ ঢুকলে বাধা দিচ্ছি না। তবে এ বিষয়ে উচ্চ আদালত থেকে লিখিতভাবে আমরা কিছুই পাইনি।

রমনা পার্কের কর্মচারীরা জানান, আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিনই পার্কটি বন্ধ করা হয়। ৩১ মে সাধারণ ছুটি তুলে নেয়া হলেও পার্কটি বন্ধই থাকে।

জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেয়ার নির্দেশনা চেয়ে গত ৮ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট হয়। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটটি হাইকোর্টে শুনানির পর্যায়ে রয়েছে।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button