আন্তর্জাতিকপ্রধান সংবাদ

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়েছে ২০ লাখ একর বনভূমি

আন্তজার্তিক ডেস্ক:

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২০ লাখ একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে।

অঙ্গরাজ্যটির ফায়ার বিভাগ সোমবার এ কথা জানিয়ে বলেছে, নিয়ন্ত্রনহীন এই দাবানলের কারণে বহু লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় চলতি গ্রীষ্ম মৌসুমে দুই মাসের বেশি সময় ধরে দাবানল চলছে, কয়েক হাজার অগ্নিনির্বাপক কর্মী তাপ প্রবাহের মধ্যে আগুন নিয়ন্ত্রণে লড়াই করছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি এন্ড ফায়ার প্রটেকশন (ক্যাল ফায়ার) মুখপাত্র লিন টলমাচফ বলেছেন, বিগত ৩৩ বছরে এক বছরে ২০ লাখ একর জমি পুড়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম।-খবর বাসসের

তিনি বলেন, এটি অবশ্যই রেকর্ড ভাঙার ঘটনা এবং আমরা এখনো গরম মৌসুমের সমাপ্তির কাছাকাছি পৌঁছাতে পারিনি।

এ বছরের দাবানলে ৭ জন মারা গেছেন এবং ৩ হাজার ৮০০ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে ১৯ লাখ একরের বেশি ভূমি দাবানলে পুড়েছে।

সোমবার বিকাল পর্যন্ত ২৪টি পৃথক দাবানল নেভানোর জন্য ১৪ হাজার ১০০ জন ফায়ার ফাইটার লড়াই করেছে।

চিত্রদেশ //এল//

Related Articles

Back to top button