প্রধান সংবাদসারাদেশ

চট্টগ্রামে কেউ ঢুকতে-বের হতে পারবে না

চট্রগ্রাম প্রতিনিধি:
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে চট্টগ্রামে বের হওয়া বা ঢোকার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে নগর পুলিশ (সিএমপি)। জরুরি সেবার লোকজন ও যানবাহন এর আওতামুক্ত থাকবে।

সোমবার রাত ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম নগরে কেউ ঢুকতে পারবেন না। আবার কেউ বের হতে পারবেন না। প্রত্যেককে ঘরে থাকতে হবে। এ জন্য চট্টগ্রাম নগরের পাঁচটি প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

এর আগে চট্টগ্রাম নগরে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সব ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল পুলিশ। সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া নগরের কোনো দোকানপাট ও বিপণিবিতান চালু রাখা নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের প্রবেশপথ সিটি গেট, অক্সিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট সেতু এবং শাহ আমানত সেতুর মুখে পুলিশ আজ নিরাপত্তা চৌকি বসিয়েছে। এই পাঁচটি পথ দিয়ে চট্টগ্রাম নগরে প্রবেশ ও বের হওয়া যায়।

 

চিত্রদেশ//এল//

 

Related Articles

Back to top button