প্রধান সংবাদ

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ১, দগ্ধ ৩২

স্টাফ রিপোর্টার:
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ৩২ জন।

একজনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৫টা ৫০ এর দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা জোন-৬ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান জানান, কেরানীগঞ্জ, পোস্তগোলা, সদরঘাট ও হেডকোয়ার্টারের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের পরপরই আমাদের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

উদ্ধারকারী মো. জাহিদ জানান, আগুনে দগ্ধ হয়ে ৩২ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button