গল্প-কবিতা
কানিজ কাদীরের কবিতা ‘প্রতিটি দিনই নতুন’
দীর্ঘ সময় পার হয়ে যায়-
দীর্ঘ নিশ্বাস পড়ে থাকে হায়!
তবু প্রতিটি দিন আসে, আসে রাত।
নতুন মনে হয় প্রতিটি প্রভাত।
অতি চেনা, কাছের প্রিয়জন রয় মনের খাপে,
তবু আবিষ্কার হয় সে কত না রুপে।
প্রতিটি দিনই হয় সে নতুন মানুষ,
রঙিন রুপে হয় সে বিচিত্র ফানুস।
দেখা দেয় নতুন আশা, নতুন জিজ্ঞাসা,
নয়তো হারিয়ে যেত মনের সকল ভাষা।
সকাল-সন্ধ্যা তাই তো ছুটছি আশার পিছু,
তাহলে কি আর শেখা হতো নতুন কিছু!
ভালোবাসি নিজেকে প্রতিদিন নতুন সুরে,
প্রকাশ যায় না করা তা সহজ করে।
কানিজ কাদীর-